Binance থেকে মোবাইল রিচার্জ করুন সম্পূর্ণ ফ্রিতে – 100% Working

হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা Binance অ্যাপ্লিকেশন থেকে মোবাইলে রিচার্জ করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায়।

আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন আর্টিকেল লিখতে মোটিভেটেড করে।

Binance থেকে মোবাইল রিচার্জ কিভাবে করবেন?

আপনাদের ফোনে যদি Binance অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে তাহলে নিচের লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন,

Install Binance
Binance থেকে মোবাইল রিচার্জ

প্রথমে চলে যাবেন আপনার ফোনের অ্যাপ্লিকেশন ম্যানেজার অপশনে, সেখান থেকে বাইলেন্স খুঁজে ওপেন করবেন।

Binance থেকে মোবাইল রিচার্জ

এরপর আপনার সামনে সাইন আপ এবং লগইনের জন্য একটি বাটন আসবে। যদি সাইন আপ করা থাকে তাহলে তো ভালই আর যদি  না করে থাকে তাহলে নতুনভাবে সাইনআপ করে নিবেন। এরপর বাটনে ক্লিক করুন।

Binance থেকে মোবাইল রিচার্জ

সাইন আপের সময় আপনি যেই ইমেইলটি ব্যবহার করেছিলেন ফাঁকা বক্সে সেই ইমেইলটি দিয়ে নেক্স এ ক্লিক করুন। খেয়াল রাখবেন যাতে টাইপিং এ কোন ভুল না হয় কারণ টাইপিং এ যদি ভুল হয় তাহলে কোন ভাবেই লগইন করতে পারবেন না।

Binance থেকে মোবাইল রিচার্জBinance থেকে মোবাইল রিচার্জ

এরপর পরবর্তী পেইজে আপনার কাছে Binance অ্যাপ্লিকেশন এর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি ভালোভাবে ইনপুট করবেন যদি আপনার মনে হয় কোথাও ভুল আছে তাহলে আই বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটি দৃশ্যমান করে ভালোভাবে চেক করুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন।

Binance থেকে মোবাইল রিচার্জ

এরপর দেখুন, উপরের ইন্টারফেস এর মত আপনার কাছে গুগল অথোরাইজেশন কোড চাইবে। এরপর আপনি এপ্লিকেশন থেকে কোড এনে এইখানে পেস্ট করে দিবেন। আপনি যদি অথরাইজেশন এর জন্য ইমেইল সেট করে থাকেন তাহলে আপনার ইমেইল এটি কোড যাবে সেই কোডটি এনে এখানে পেস্ট করে দিবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন।

Binance থেকে মোবাইল রিচার্জ

এরপর উপরের স্ক্রিনশট এর মত একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে যেখানে আপনাকে পাস কোড এনাবেল করার জন্য রিকোয়েস্ট করা হবে। কিন্তু আমি আপনাকে একটা কথা খুব ভালোভাবে স্মরণ করিয়ে দিচ্ছি কোনভাবেই পাসকোড এনাবেল করবেন না কারণ তাহলে কোন ভাবে পাশকোড হারিয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি হারানো সম্ভাবনা আছে। তাই ক্রোস বাটনে ক্লিক করুন।

Binance থেকে মোবাইল রিচার্জ

ব্যাস এবার দেখুন আপনার বাইনেন্স অ্যাকাউন্টটি সঠিকভাবে লগইন হয়ে গেছে। এইখানে দেখুন আমার ব্যালেন্স খুবই সীমিত। এই ব্যালেন্স দিয়ে রিচার্জ করা সম্ভব না তাও আমি আপনাদের ডিপোজিট করে দেখিয়ে দিব।

এবার এখান থেকে বাম পাশে কোনার দিকে বাইনান্সের যে আইকনটি আছে সেই আইকনটির উপর ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশনে যদি বাইনান্স আইকন না থাকে তাহলে অবশ্যই থ্রি লাইন আইকন থাকবে সেই থ্রি লাইন আইফোনে ক্লিক করবেন।

এরপর আপনার সামনে অনেকগুলো মেনু ওপেন হবে তারপর আপনি সেখানে থেকে Pay অপশন খুঁজে বের করবেন, এবং তার উপর ক্লিক করবেন।

এরপর আপনাকে একটি নতুন একটি পেইজে নিয়ে আসবে , সেইখানে উপরে স্ক্রিনশট এর মত মার্কিং করা আইকনটি অর্থাৎ Mobile top up আইকন এর উপর ক্লিক করবেন।

এরপর আপনার সামনে উপরে স্ক্রিনশট এর মত একটি ইন্টারফেস আসবে সেখানে আপনি প্রথম বক্সে আপনার মোবাইল নাম্বার দিবেন। আপনি যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেটি জিরো বাদে ব্যবহার করবেন অর্থাৎ 1 থেকে শুরু করবেন।

এরপর দুই নম্বর বক্স থেকে আপনার অপারেটর সিলেক্ট করুন আশা করি সবারই অপারেটর অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তাও যদি সিলেক্ট না হয় তাহলে আপনি অপারেটর সিলেট করে দিবেন।

তৃতীয় বক্স থেকে অ্যামাউন্ট সিলেক্ট করুন। এছাড়া ওর নিচে একটু স্ক্রল করলে অনেকগুলো বান্ডেল প্যাকেজ দেখতে পাবেন। সেখান থেকে আপনি বান্ডিল প্যাকেজগুলো কিনতে পারেন কোন প্যাকেজের ক্ষেত্রে কি রকম খরচ পড়বে সেগুলো সামনে লেখা আছে আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ সিলেক্ট করতে পারেন।

তো এরপরের মত একটি ইন্টারফেস আসবে যেহেতু আমার একাউন্টে ডলার নেই তাই ডিপোজিট করতে বলতেছে। এখানে ডিপোজিট করার পর কন্টিনিউতে প্রেস করলে এখান থেকে পরিবার মত ডলার কেটে নিবে এবং তারপর আপনার কাছে পে অপশনের পিন চাইবে। পিন কোটি ইনপুট করলেই আপনার রিচার্জ সফল হয়ে যাবে 5 থেকে 7 সেকেন্ডের ভিতর আপনার ফোন রিচার্জ চলে আসবে।

যদি আপনার রিচার্জ সঠিকভাবে সফল হয় তাহলে উপরের স্ক্রিনশট এর মত একটি অপশন আপনার সামনে ওপেন হবে। যেখানে রিচার্জ সম্পর্কিত সকল তথ্য দেওয়া থাকবে।

এখন অনেকেই বলতে পারেন বিষয়টি ফ্যাক, এখান থেকে রিচার্জ করা যায় না। তাদের উদ্দেশ্যে বলি বাইন্যান্স একটি ভেরিফাইড এপ্লিকেশন এখান থেকে আপনার কোনদিনও এক পয়সা মার যাবে না। উপরে প্রমাণস্বরূপ আমার কিছু রিচার্জ এর স্ক্রিনশট দেওয়া হল।

এখন আপনারা বলতে পারেন, এভাবে রিচার্জ করলে তো একাউন্ট থেকে ডলার কেটে নিবে তাহলে ফ্রি কেমন করে হলো?

কিভাবে ফ্রিতে বাইনান্স থেকে ডলার ইনকাম করবেন?

এখান থেকে ডলার ইনকাম করতে চাইলে অনেক ভাবে করা যায়। কিছু কিছু ক্ষেত্রে ডলার ইনকাম করতে হলে ডিপোজিট করতে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্রিতেই কিছু টাস্ক সম্পন্ন করে পেমেন্ট নেওয়া যায়। যেহেতু টাইটেলে লিখছি ফ্রিতেই রিচার্জ করতে পারবেন, তাই আমি আজকে আপনাদের ফ্রিতে কিভাবে ইনকাম করে রিচার্জ করবেন সেটাই শিখাবো।

বাইনান্স থেকে সম্পূর্ণ বিনামূল্যে টুকিটাকি কিছু ডলার ইনকামের জন্য সবচেয়ে সেরা দুটি মাধ্যম হচ্ছে ক্রিপ্টো বক্স ক্লেইম করা এবং ক্রিপ্টো বক্স ক্রিয়েট করে সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করা।

প্রতি সপ্তাহ শেষে, এক নম্বরের যে বক্সটি চিহ্নিত তো করা আছে সেই বক্সের ভিতরে ঢুকবেন এবং সেইখান থেকে একটি বক্স ক্লেইম করতে পারবেন এইখান থেকে আপনি যে কোন অ্যামাউন্ট পেতে পারেন।  একবার আমি এখান থেকে দশ ডলার পেয়েছিলাম উপরে প্রমাণ স্বরুপ সেটি শেয়ার করা হলো।

এরপর দুই নম্বরের যেই বক্সটি সিলেক্ট করা আছে সেইখানে ঢুকে আপনি যদি সামান্য কিছু ডলার খরচ করেন একটি কিপটে বক্স ক্রিয়েট করেন, এবং সেটা যদি আপনার ২৫ জন বন্ধুর কাছে শেয়ার করেন তাহলে আপনি সেখান থেকে ৫০ সেন্ট বোনাস পাবেন মানে প্রায় ৬০ টাকার মত। আপনার কিপটে বয়স যদি 100 জনে শেয়ার করে তাহলে এখান থেকে আপনি টোটাল ২ ডলার বোনাস পাবেন। এইভাবে আপনি যত শেয়ার করবেন আপনার রিওয়ার্ডের পরিমাণ তত বাড়তে থাকবে এখান থেকে টোটাল 25 ডলারের মতো বোনাস পেতে পারেন যদি আপনি 900 জন ইউজারকে শেয়ার করেন।

আশা করি, সবাই এই কিভাবে রিচার্জ করবেন এবং কিভাবে এখান থেকে ফ্রিতে ডলার ইনকাম করবেন সেগুলো বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের বোঝানোর মধ্যেই আমার সার্থকতা যদি আপনারা কোন কিছু না বুঝতে পারেন তাহলে এত বড় আর্টিকেল লিখে আমার কোন লাভ নেই।

আর অনেকেই দেখি সম্পূর্ণ আর্টিকেল না পড়ে কমেন্ট বক্সে এসে ভুলভাল কমেন্ট করে। যেগুলো আসলেই আমার জন্য হতাশাজনক, কারণ অনেক কষ্ট করে এটা আর্টিকেল লিখি তারপরে যদি আপনারা এত সহজ বিষয়গুলো না বুঝেন তাহলে আসলেই খারাপ লাগে। অনেকে তো খুব সুন্দরভাবে গালিও দিয়ে বসে। আপনাদের উদ্দেশ্য বলে রাখি আমরা নিয়মিত শিখছি পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করছি তাই কোন ভুল থাকলে অবশ্যই আমাদেরকে কাইন্ডলি জানাবেন আমরা অবশ্যই সেটি সংশোধন করার চেষ্টা করব।

তো আজকের মত এখানেই শেষ করছি। যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানে আপনার মতামত শেয়ার কইরেন। প্রতিনিয়ত এরকম নিত্য নতুন আর্টিকেল পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *