Gp Freenet Unlimited আজীবনের জন্য – 100% Working

হ্যালো ফ্রেন্ড, আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জিপি এবং স্কিটো সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট (GP FreeNet) ব্যবহার করবেন কোন প্রকার টাকা বা এমবি ছাড়াই। তো আর কথা না বলে চলে যাব মূল টপিকে

কিভাবে GP FreeNet ব্যবহার করবেন?

Gp Freenet প্রথমবার চালু করতে আপনার ফোনে অবশ্যই কিছু ইন্টারনেটে অথবা রাখতে হবে। 

প্রথমে

Gp Freenet

চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে। এটি আপনি চাইলে আপনার ফোনে নোটিফিকেশন বার ওপেন করেও যেতে পারেন, অথবা মোবাইলে যে ডিফল্ট সেটিং অ্যাপ্লিকেশনটি থাকে ঐটি ও ব্যবহার করতে পারেন।

এরপর

Gp Freenet

আপনার ফোনের সেটিং এ যেসব অপশন আছে সেইখান থেকে “SIM and Network Setting” অপশনটি খুঁজে বের করবেন এবং তার উপর ক্লিক করবেন।

এরপর

Gp Freenet

আপনি যে সিমটি ব্যবহার করেন সেই সিমটির উপর ক্লিক করবেন। আমি সিম অন ব্যবহার করতেছি তাই সিম 1 উপর ক্লিক করলাম।

এরপর

এখানে উপরে চিত্রের মত ইন্টারফেস আসবে সেখান থেকে আপনি “এক্সেস পয়েন্টে নেইম” (APN) অপশনটি খুজে বের করবেন। তারপর অপশনটির উপর ক্লিক করবেন।

এরপর

একটু নিচে একটি প্লাস আইকন দেখতে পারবেন। ওই প্লাস আইকন উপর ক্লিক করবেন।

এরপর

আপনার সামনে উপরের মত ইন্টারফেস আসবে। প্রথম বক্সে আপনি যে কিছু দিতে পারেন তবে আমি সাজেস্ট করব GP Freenet দিতে। দ্বিতীয় বক্সে দিবেন gpwap। এরপর একটু নিচে গেলে দেখবেন সার্ভার নামে একটি বক্স পাবেন ওইখানে দিবেন 1.1.1.1

ব্যস আমাদের APN Create করা শেষ এবার APN টাকে সেভ করে দিন।

এরপর

এরপর Gp Internet থেকে চেক পয়েন্টে সরিয়ে GP FreeNet এ সেভ করে দিন।

 

ব্যাস আমাদের অর্ধেক কাজ শেষ। এবার আমাদের দরকার হবে একটি এপ্লিকেশনের। এপ্লিকেশন টা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন।

প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ZIVPN লিখে।

এরপর

এপ্লিকেশনটি আপনার ফোনে ইন্সটল করে নিবেন।

 

এপ্লিকেশনটির ভেতরে ওপেন করেন এবং সব পারমিশন এলাউ করে দিন।

এরপর UDP SV1 লেখার উপর প্রেস করে ধরে রাখুন। অন্য কোন লেখার উপর নয় শুধুমাত্র UDP SV1 এর ঊপর চেপে রাখেন ২ সেকেন্ড।

এরপর

উপরের ইন্টারফেসের মত এটি নোটিশ অথবা লেখা আপনার সামনে ভেসে উঠবে। এইখানে একটু প্রসেস হতে সময় লাগবে কারণ এখানে সার্ভারগুলো লোড হবে।

এরপর

উপরের ইন্টারফেস এর মত একটি সাকসেসফুল নোটিশ আসবে। এটি আসলে মনে করবেন আপনার সার্ভারগুলো সাকসেসফুল ভাবে আপডেট হয়েছে।

এরপর

উপরের চিত্রের মতো BD1 সার্ভার সিলেক্ট করুন এবং UDP যেই চেকবক্সটা আছে ওইটা টিক মার্ক দিয়ে কনফার্ম করুন।

এরপর

একটু উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি চারকোনা সারপের ভিতরে Start নামে এটা অপশন আছে। ওইখানে ক্লিক করে একটু ওয়েট করতে হবে।

এরপর

এখানে একটু ওয়েট করবেন তারপর Logs ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো লেখা দেখবেন এর ভিতরে যদি “UDP connected successfully” ও “Are you ready to go” এই দুইটা লেখা দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার vpn টি সাকসেসফুলি ভাবে কানেক্টেড হয়েছে।

এরপর

এখন আপনি চাইলে Gp Freenet ইউজ করে ইচ্ছামতো আনলিমিটেড ইউটিউব ব্রাউজিং, chrome browsing অর্থাৎ সকল ইন্টারনেট সেবা ভোগ করতে পারবেন। Data বা MB এর প্রয়োজন হবে না।

Gp Freenet এর কিছু সমস্যার সমাধান:

এই সার্ভিসটা চালাতে চাইলে কিছুক্ষণ পরপরই ভিপিএন ডিসকানেক্ট হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই ফ্লাইট মোড অন অফ করে আবার নতুন করে কানেক্ট করে চালাতে হবে। করতি কানেক্টে ১০ থেকে ১৫ মিনিট আপনি ফুল স্পিডে চালাতে পারবেন। আপনি যদি BD1 সার্ভার বাদে অন্য কোন সার্ভার দিয়ে কানেক্ট করেন, তাহলে বাংলাদেশের IP Allowed যেই সকল অ্যাপস অথবা ওয়েবসাইটে আছে সেগুলায় ভিজিট করতে পারবেন না তাই অবশ্যই BD1 সার্ভার দিয়ে কানেক্ট করুন। (Gp Freenet)

আশা করি আজকের আর্টিকেলটি Gp Freenet আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কানেক্ট করতে কোন প্রবলেম হয় তাহলে অবশ্যই টেলিগ্রামে মেসেজ দে আমাকে জানাতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *