ClearVPN প্রিমিয়াম ভিপিএন সম্পূর্ণ বিনামূল্য (premium vpn service)
হ্যালো ফ্রেন্ড !
কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি মোটামুটি ভালোই আছি।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়ায ভিপিএন অথবা premium vpn service একাউন্ট অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে।
ভিপিএন (VPN) এর পূর্নরূপ হলো Virtual Private Network
আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের অনেকের উপকারে আসবে।
ভিপিএন এমনই অ্যাপ্লিকেশন যা মূলত সকলেরই কাজে আসে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবহার করতে গিয়ে অনেক ঝামেলা বিভিন্ন লেগিং এর শিকার হতে হয়। কারণ বিনামূল্যের এপ্লিকেশন গুলোতে তেমন সার্ভিস থাকে না।
Vpn অ্যাপ্লিকেশন মূলত অনেক কাজে ব্যবহৃত হয়। তার মধ্যে বর্তমান সময় সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে গেম খেলতে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রাইভেট ওয়েবসাইট গুলো ভিজিট এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
বর্তমান সময়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশেই ফ্রি ফায়ার কিংবা পাবজির মধ্য অনলাইন প্লাটফর্মে গেমগুলো ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু যারা এইসব গেম খেলতে পছন্দ করে যারা এসব গেমকে ভালোবাসে তারা গেম খেলার জন্য ভিপিএন ব্যবহার করে।
আবার অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো বিভিন্ন দেশে ব্লক থাকে । বাংলাদেশের সকল ১৮ প্লাস ওয়েবসাইট ব্লক । এইসব ওয়েবসাইট ভিজিট করার জন্য অনেকেই vpn অ্যাপস ব্যবহার করে ।
Vpn application এর কাজ হচ্ছে এক দেশে থেকে অন্য দেশের সার্ভিস ব্যবহার করার সুবিধা । ভিপিএন অ্যাপসে যেইসব proxy গুলো ব্যবহার করা হয় সেগুলো অন্যান্য কান্ট্রি প্রক্সি থাকে ।
যার ফলে যখন কেউ তার ডিভাইসে ওইসব প্রক্সি কানেক্ট করে , তখন তার ডিভাইসের আইপি এড্রেস চেঞ্জ হয়ে যায় । একজন ব্যক্তি যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ভিপিএন কানেক্ট করে তাহলে তিনি সিঙ্গাপুরের সকল ওয়েবসাইট ভিজিট করতে পারবে যেগুলো বাংলাদেশ থেকে ব্লক করা ।
তাই আপনাদের সুবিধার্থে আজকে আমরা ClearVPN এর প্রিমিয়াম অ্যাকাউন্ট অ্যাক্সেস বিনামূল্যে আপনাদের কাছে শেয়ার করব ।
কিভাবে কি করব? ( premium vpn service )
প্রথমে আমাদের ডিভাইস থেকে চলে যাব গুগল প্লে স্টোরে
সুবিধার্থে অ্যাপস লিংক দেওয়া হলো : Apps Link
তারপর আমরা সার্চবারে ক্লিয়ার ভিপিএন লিখে সার্চ করব
তারপর আমরা অ্যাপ্লিকেশনটি প্রথম ইন্সটল করব। এরপরে ওপেন বাটনে ক্লিক করব
ওপেন বাটনে ক্লিক করার পর , আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনি লগইন বাটনে ক্লিক করবেন।
এরপর দুইটা অপশন আসবে আপনাদের সামনে দুইটা অপশন অন করে দিবেন। প্রথমে Send anonymous analytics লেখাটি অন করে দিবেন । এরপর Accept our Privacy Policy লেখাটি অন করে দিবেন ।
এরপর Continue with Email এ ক্লিক করবেন
তারপর প্রথম বক্সে কাঙ্খিত ইমেইল এড্রেস টি দিবেন এবং দ্বিতীয় বক্সে কাঙ্খিত পাসওয়ার্ড দিবেন । তারপর লগ ইন এ ক্লিক করবেন।
গোপন ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড এর নিচে আপনাদের সুবিধার্থে দিয়ে দেয়া হলো এটি একটি প্রিমিয়াম একাউন্ট কেউ পাসওয়ার্ড পরিবর্তন করবেন না ।
—-premium vpn service Access—-
—-Email—-
boxot88340@nazyno.com
—-Account P@ssWord—-
Nothing100
ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড নিচের ছবিতে যে রকম দেখানো হয়েছে ঠিক সে রকম ভাবেই বসান
এভাবেই আপনি প্রিমিয়াম ভিপিএন এর সার্ভিসটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ।
এই ভিপিএন এর উপকারিতা কি কি?
- Change your location
- Block ads while browsing
- Browse securely & privately
Change your location মানে কী?
এই সার্ভিসটির মাধ্যমে আপনি আপনার লোকেশন পরিবর্তন করতে পারবেন । অর্থাৎ আপনি চাইলে আপনার ইচ্ছামত লোকেশন আপনার ডিভাইসের জন্য সেট করতে পারবেন ।
এই সার্ভিসের ভিতরে ঢুকে আপনি যদি চান আপনি আপনার ডিভাইসের location সিঙ্গাপুরে রাখবেন । তাহলে সিঙ্গাপুর সার্ভার সিলেট করে ভিপিএন কানেক্ট করলে অটোমেটিক আপনার লোকেশন সিঙ্গাপুর দেখাবে।
অর্থাৎ এই সার্ভিসের সাহায্যে আপনি চাইলে আপনার ডিভাইস এর লোকেশন ট্রাকিং সিস্টেম বন্ধ করতে পারবেন ।
Block ads while browsing মানে কী ?
এই অ্যাপ্লিকেশনের এর সাহায্যে আপনি ব্রাউজিং করার সময় যে সকল বিজ্ঞাপন দেখতে পান সেই বিজ্ঞাপন গুলো এই সার্ভিসের মাধ্যমে বন্ধ করতে পারবেন । আমরা আমাদের বিভিন্ন প্রয়োজন নিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশন ভিজিট করি ।
অনেক সময় দেখা যায় আমাদের চোখের সামনে বিভিন্ন অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখা যায় যেগুলো আমাদের জন্য খুবই বিরক্তিকর হয়ে দাঁড়ায় ।
এগুলো যদি আমাদের জন্য খুবই বিরক্তি কর হয় তাহলে আমরা এই ভিপিএন এর এই সার্ভিসটি চালু করে ব্রাউজিং করলে কোন প্রকার বিজ্ঞাপন আমাদের চোখের সামনে আসবে না ।
এই সার্ভিসটি আমার কাছে খুবই দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
Browse securely & privately মানে কি?
Browse securely & privately মানে হচ্ছে ব্রাউজিং করার সময় আপনার নিরাপত্তা ।
অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করি তখন তারা আমাদের অজান্তেই বিভিন্ন ধরনের ডেটা, আমাদের ডিভাইস থেকে চুরি করে।
এই সার্ভিসটি ব্যবহার করলে কোন ওয়েবসাইট কখনোই আমাদের ডেটা চুরি করতে পারবে না। এবং অনায়াসে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারবো যেগুলো আমাদের কান্ট্রি থেকে ব্লক করা ।
তো বন্ধুরা আজকের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করছি ।
সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন