Quotex Free Bot নিয়ে নিন এবং দৈনিক প্রফিট করুন

সূচনা

হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি মোটামুটি ভালোই আছি।

আলোচনার বিষয়

আজকে আপনাদের সাথে অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে Quotex Free Bot নিয়ে। এই বটে সাহায্যে আপনি ৯০ থেকে ৯৫% একুরেসি সাথে ট্রেডিং করতে পারবেন। এতে করে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। আর্টিকালের শেষের দিকে মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো ফলো করলে এই বট থেকে আপনারা ১০০% প্রফিট করতে পারবেন।

 

Quotex Free Bot কি?

Quotex একটি অনলাইন বাইনারি ট্রেডিং প্লাটফর্ম অথবা ব্রোকার। বাইনারি ট্রেডিং যদি আপনি না বুঝে করেন তাহলে এটিকে জুয়া বলে ধরা হয়। এখানে ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই সামান্য ধারণা রাখতে হবে। Quotex এ ট্রেডিং করার জন্য অনেক টুলস এখন পর্যন্ত তৈরি হয়েছে, কিন্তু এটি সম্পর্কে আপনার সাধারণ জ্ঞান না থাকলে কোন টুলস দিয়েই আপনি প্রফিট করতে পারবেন না। তাই এইখানে আসার আগে অবশ্যই আপনাকে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং নূন্যতম কয়েকটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। ট্রেডিং এ নিজের ইমোশন কন্ট্রোল করা অনেক বেশি কঠিন, এইখানে নিজের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যে যত সতর্ক থাকবে তারপর ফিট করার রেঞ্জ তত বেশি থাকবে।

Quotex Free Bot কিভাবে ব্যবহার করবেন?

Quotex Free Bot ব্যবহার করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, এপ্লিকেশনটির নাম Telegram এপ। অ্যাপসটি আপনি একটু খোঁজাখুঁজি করলেই সব জায়গায় পেয়ে যাবেন। আমার জানামতে অ্যাপসটি অ্যাপেল স্টোর এবং প্লে স্টোর উভয় জায়গা থেকেই ডাউনলোড করা সম্ভব।

Quotex free bot

প্রথমে আপনারা নিচের টেলিগ্রাম লিংকে চলে যাবেন। তারপর টেলিগ্রাম পোস্ট এর দেওয়া লিংকে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে নিচের ছবির মত ইন্টারফেস আসবে।

Open Now
Amarbn

তারপর এখান থেকে লিংকে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে চলে যাবে বটের চ্যানেলে। এইখানে প্রতি দুই-তিন মিনিট পর পর সিগন্যাল দেওয়া হয়। সিগনাল গুলো ফলো করতে হলে আপনাকে কিছু ইন্ডিকেটর এর ফুল ফর্ম জানতে হবে। নিচে আমি আপনাদের প্রয়োজনের সুবিধার্থে সকল ইন্ডিকেটর গুলো মারকিং করে বুঝিয়ে দিলাম।

উপরে যেই অংশটুকু চিহ্নিত করা আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই অংশটুকু বলা হয় “Currency Pair”। প্রতিটি নতুন সিগন্যালের সময় অবশ্যই কারেন্সি  দিকে লক্ষ্য রাখবেন, কারণ প্রতিটি সিগনাল শেষে কারেন্সিপেয়ার পরিবর্তন হতে পারে। এক কারেন্সিপেয়ার সিগনাল আরেক কারেন্সিপেয়ারে কাজ করবে না। তাই কারেন্সিপেয়ার সিলেক্ট করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। অনেক সময় দেখা যায় OTC এবং OTC ছাড়া একই নামে দুই ধরনের কারেন্সিপ্যায়ার থাকে। তবে আপনারা সিগনালে যেই কারেন্সিপেয়ার দেখবেন সেই কারেন্সিপেয়ার অনুযায়ী ট্রেড নেওয়ার চেষ্টা করবেন।

উপরে যে অংশটুকু চিহ্নিত করা হচ্ছে এটা বট থেকে সিগন্যাল নেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এটাকে সাধারণ ভাষায় বলা হয়  “Time Frame”। একটি ট্রেড কতক্ষণ দীর্ঘস্থায়ী হবে এটি দ্বারা সেই হিসাবকেই বোঝানো হয়। সিগনালে যদি M1 থাকে তাহলে বুঝে নিতে হবে আমাদের এক মিনিটের জন্য ট্রেড ওপেন করতে হবে। যদি M5 থাকে তাহলে আপনাদের পাঁচ মিনিটের জন্য ট্রেড এন্ট্রি নিতে হবে। এটি বোঝা খুবই সহজ M এর পর যেই সংখ্যা থাকবে ঠিক তত মিনিটের আমাদের ট্রেড এন্ট্রি করতে হবে।

উপরে যেই অংশটি চিহ্নিত করা আছে এটা মূলত টাইমিং এর জন্য দেওয়া হয়েছে। যাতে ভুল সময় এন্ট্রি না হয়ে যায় এই জন্য এই সময়গুলো দেওয়া থাকে। ওইখানে যেই সময় দেওয়া থাকে ঠিক তার দুই মিনিট আগে সিগন্যাল গুলো চ্যানেলে প্রোভাইড করা হয়। আপনি দুই মিনিট পর Quotex Free Bot ঢুকে ওই সময়ে এর সাথে মিলিয়ে ট্রেড এর এন্ট্রি নিবেন।

উপরে যেই অংশটি সিলেট করা আছে প্রত্যেকটি ট্রেড এন্টি নেওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমরা জানি বাইনারিতে ট্রেড নিতে গেলে Call/Put দুইটি অপশনের ভিতর একটি অপশন বেছে নিতে হয়। Put মানে হচ্ছে মার্কেট ডাউনে যাবে সেই প্রেডিকশন করা। আর Call মানে হচ্ছে মার্কেট উপরে যাবে সেই প্রেডিকশন করা। সিগনালে যদি পুট লেখা থাকে তাহলে আপনারা নিচের জন্য ট্রেড নিব। আর যদি কল লেখা থাকে তাহলে আমরা উপরের জন্য ট্রেড নিব।

MTG সম্পর্কিত তথ্য

রোবটের সিগনাল গুলো ফলো করতে হলে অবশ্যই আপনাকে 3 state mtg কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনি যদি এক ডলার দিয়ে ট্রেড করেন ওই ট্রেড যদি কোনমতে হেরে যান তাহলে আবার একই দিকে দুই ডলার দিয়ে ট্রেড নিবেন এবং যদি সেটা হেরে যান তাহলে আবার সেই একই দিকে চার ডলার দিয়ে নিবেন। এইভাবে সম্পূর্ণ প্রসেসটি তিনবার কমপ্লিট করতে হবে। এটাই হচ্ছে 3 step mtg rules, আশা করি বিষয়টা বুঝতে পারছেন।

ট্রেডিং করে দিন শেষে প্রফিটে থাকার কিছু রুলস:

  • মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে।
  • নিজের চাহিদা অনুযায়ী একটি এমন সিলেক্ট করতে হবে যেই অ্যামাউন্ট এর বেশি প্রফিট হলে আপনি আর ঐদিন ট্রেনিং করবেন না।
  • একটি লস এমাউন্ট সিলেক্ট করতে হবে যেই এমাউন্টের বেশি লস হলে আপনি আর ঐদিন ট্রেডিং করবেন না।
  • সাপোর্ট রেজিস্টেন্স চিহ্নিত করে ট্রেডিং করা।
  • অনেক বেশি স্ট্যাটাজি ফলো না করে দুই একটা স্ট্যাটাসের উপর ট্রেডিং করা।
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (OTC) দ্বারা নির্মিত মার্কেট এ ট্রেড না করা।
  • নিউজ আসলে দেড় ঘণ্টার জন্য ট্রেড অফ রাখা।
  • কম্পাউন্ডিং থেকে নিজেকে যত সম্ভব দূরে রাখবেন।

শেষকথা

তো আজকের মত এখানেই শেষ করছি। আশা করি টুলসটি (Quotex Free Bot) আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিত্য নতুন টেক রিলেটেড আর্টিকেল পেতে ওয়েবসাইটটি ভিজিট করুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *