নিয়ে নিন adult filter dns এবং বিজ্ঞাপন ব্লক করার সার্ভার (Private DNS)
DNS এর পূর্ণরূপ Domain Name System
আজকে আমরা অতি প্রয়োজনীয় দুইটি প্রাইভেট ডিএনএ সার্ভার নিয়ে আলোচনা করব । যেগুলো প্রত্যেকটি ব্যক্তির জীবনে অতি প্রয়োজনীয়
হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন । আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও মোটামুটি ভালোই আছি । আশা রাখি বন্ধুরা আজকের আর্টিকেলটি আপনাদের অনেক ভালো লাগবে । তাই বেশি আর কথা না বাড়িয়ে চলে যাব মূল আর্টিকেলে
আজকে আমি আপনাদের সামনে দুটি প্রাইভেট dns সার্ভার শেয়ার করব । যেগুলো আপনাদের হয়তো আজ নয়তো কাল কাজে অবশ্যই আসবে । তাই আজকে যারা ভুল করেও আর্টিকেলটিতে ক্লিক করে ফেলেছেন অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন । আশা করি আপনাদের সকলের ভাল লাগবে
তো আজকে আমরা দুটি প্রাইভেট dns সার্ভার শেয়ার করব । একটি হচ্ছে অ্যাড ব্লক সার্ভার এবং অন্যটি হচ্ছে adult filter dns
তো প্রাইভেট DNS সার্ভার গুলো জানার করার আগে অবশ্যই আপনাদের শিখতে হবে কিভাবে প্রাইভেট ডি এন এস সার্ভার সেট করে। তো চলুন প্রথমে আমরা এটি শিখে নিই
প্রাইভেট ডি এন এস সার্ভার সেট
তো প্রথমে আমরা চলে যাব আমাদের ডিভাইসের সেটিং অপশনে ।
সেটিং অপশনে যাওয়ার পর , আমরা সেটিং অপশন থেকে সার্চ বার খুজে বের করব ।
তারপর আমরা ওইখানে private DNS লিখে সার্চ করব এবং সার্চ করলে যেই সার্চ রেজাল্ট পাব সেটির ভিতরে ক্লিক করব ।
তারপর এইখান থেকে Designated private DNS অপশনটি সিলেক্ট করবেন ।
এরপর মডিফাই লেখায় ক্লিক করবেন । এই কাজগুলো অবশ্যই পিকচার দেখে দেখে করা ট্রাই করবেন।
তারপর
ওইখানে এইরকম আসবে থাকা জায়গায় শুধুমাত্র DNS সার্ভার বসে সেভ করলেই আপনার প্রাইভেট dns সার্ভিস চালু হয়ে যাবে।
আশা করি কিভাবে প্রাইভেট ডি এন এস সার্ভার সেট করতে হয় সেটি আপনারা সবাই বুঝতে পেরেছেন।
বিজ্ঞাপন ব্লক করার প্রাইভেট DNS সার্ভার
dns.adguard.com
আমরা যখন অ্যান্ড্রয়েড কিংবা অন্যান্য ডিভাইস ব্যবহার করি , তখন আমাদের ব্যবহারের সুবিধার্থে অনেক সময় অনেক কাজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিংবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ভিজিট করি । অনেক সময় দেখা যায় আমাদের চোখের সামনে অনেক অপ্রয়োজনীয় এবং বিরক্তি কর বিজ্ঞাপন প্রদর্শিত হয় । যেগুলো অনেক সময় আমাদের অনেক সমস্যার সৃষ্টি করে । এই বিজ্ঞাপন গুলো ব্লক করার অনেক উপায় আছে । সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রাইভেট DNS সেট করার মাধ্যমে এডগুলোকে ব্লক করা । উপরে প্রাইভেট এনএস কিভাবে সেট করা হয় সেই বিষয়টি খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে । আশা করি আপনারা আপনাদের প্রয়োজনে সার্ভারটি সেভ করে বিজ্ঞাপন মুক্ত হবেন
Adult Filter Private DNS সার্ভার
adult-filter-dns.cleanbrowsing.org
বর্তমান সময় মানুষ অনেকটাই ইন্টারনেট এবং প্রযুক্তি নির্ভর । মানুষ চাইলেই তার বিনোদনের জন্য ইন্টারনেট থেকে সবকিছু উপভোগ করতে পারে । কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিনোদন নিতে গিয়ে অনেকেই না বুঝে অনেক নেগেটিভ কিংবা অ্যাডাল্ট কন্টেন্ট গুলোকে বিনোদন হিসেবে গ্রহণ করে । যেগুলো বর্তমান এবং পরবর্তী মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ । বিশ্বের বিভিন্ন দেশে এগুলোকে উন্মুক্ত করা হয়েছে । তবে বাংলাদেশে এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ । বাংলাদেশ সরকার জনপ্রিয় কিছু এডাল্ট সাইট ব্যান করা সত্ত্বেও বাংলাদেশ থেকে অনেক যুবক-যুবতী ভিপিএন ব্যবহার করে সাইটগুলো থেকে বিনোদন নিচ্ছে। অনেক সময় দেখা যায় আপনার বাচ্চাও ইন্টারনেট থেকে ভিপিএন কানেক্ট করে এডাল্ট ওয়েবসাইট গুলোর কন্টেন্ট দেখছে । সে ক্ষেত্রে আপনার অবশ্যই উচিত এডাল্ট সাইট গুলো adult filter dns সাহায্যে ব্লক করে রাখা যেগুলো আপনার সন্তান চাইলো ভিপিএন কানেক্ট করে দেখতে পারবে না ।
ইন্টারনেটে এরকম হাজার হাজার প্রাইভেট dns সার্ভার পাবেন আপনারা চাইলে গুগল থেকে সার্ভারগুলো সংগ্রহ করতে পারেন।
আশা করি আজকের আর্টিকেলটি আপনার কাছে খুবই ভালো লেগেছে । যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বুকমার্ক এ সেভ করে রাখবেন । আশা করি আজকে নয়তো কালকে আপনার আর্টিকেলটি অবশ্যই উপকারে আসবে । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন একদিন কোন এক নতুন আর্টিকেলে