Skitto সিমে PPU Block করুন মাত্র কয়েক ক্লিক এ

আসসালামালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা স্কিটো সিমের PPU Block করবেন।

Table of Contents

PPU Block কি?

PPU Block এর ফুল মিনিং হচ্ছে Pay Per Usage Block। অনেক সময় দেখা যায যখন আমার ডেটা প্যাকেজ ব্যবহার করি, কোন কারণে যদি ডাটা প্যাকেজের মেয়াদ অথবা লিমিট শেষ হয়ে যায় তখন অটোমেটিক আমাদের ব্যালেন্স থেকে ক্রেডিট কাটা শুরু করে। এইটা বন্ধ করার সিস্টেমটা কি বলা হয় PPU Block।

স্কিটো সিমে কিভাবে PPU Block করবেন?

এইজন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে গুগল প্লে স্টোরে।

PPU Block

সেইখানে সার্চ বারে আপনাকে সার্স করতে হবে Skitto লিখে।

PPU Block

এরপর আপনার সামনে স্কিটো নামে যেই অ্যাপ্লিকেশনটি আসবে সেইটি আপনার ডিভাইসে ইন্সটল করে নিবেন এইখানে মূল এ্যাপস টি ছাড়াও আরো অনেক অ্যাপস আসতে পারে এগুলো হচ্ছে স্পনসর অ্যাপস এগুলো ডাউনলোড করা থেকে বিরত থাকবেন।

যদি আপনার ফোনে ইন্সটল করা থাকে তাহলে আপডেট করে নিবেন।

 

এরপরে এপ্লিকেশনটি ওপেন করে নিবেন এবং দেখবেন চ্যাটবক্সের মত একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসছে, সেইখানে আপনি আপনার নাম্বারটি লিখে দিবেন এবং সেন্ড বাটনে ক্লিক করবেন।

 

এরপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে আর যদি আগে থেকেই facebook এর সাথে লিংক ইন করা থাকে তবে সেক্ষেত্রে কোন কোড আসবে না তখন অটোমেটিক্যালি ওইখান থেকে ফেসবুকের সাহায্যে লগইন করতে বলবে। যেহেতু আমার আগে থেকেই ফেসবুকে সাহায্যের লগইন করা ছিল তাই আমি ফেসবুকে সাহায্য এ লগইন করে নিচ্ছি। এইখান থেকে continue with Facebook লেখাটির উপর ক্লিক করবেন।

এরপর আপনার সামনে নিচের ইন্টারফেসের মত একটি পেইজ ওপেন হবে সেইখান থেকে আপনি continue বাটনে ক্লিক করবেন। এইখানে যদি লগইন পেজ আসে তাহলে ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন এতে করে কোন প্রকার সমস্যা হবে না।

এরপর আপনার সামনে নিচে ছবির মত হোমপেজ ওপেন হবে সেইখান থেকে আপনি বাম পাশের উপরের দিকে কর্নারে Three Line এ ক্লিক করবেন।

এখানে অনেকগুলো অপশন আসবে সেইখান থেকে আপনি সেটিং অপশনটি খুজে বের করবেন এবং তার উপর ক্লিক করবেন।

করার পর দেখবেন অনেকগুলো পপআপ অপশন আপনার সামনে ভেসে উঠেছেন এখানে প্রথমেই দেখবেন “Pay Go” না আমি একটি অপশন দেখতে পাবেন সেই অপশনটির উপর ক্লিক করবেন।

এরপর আপনার সামনে নিচের স্ক্রিনশট এর মধ্যে একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনি একটি অন অফ বাটন দেখতে পাবেন। যদি আপনার ডিভাইসের নিচের স্ক্রিনশট এর মতো অন করা থাকে তাহলে অফ করে দিবেন আর যদি অফ করা থাকে তাহলে কিছু করার দরকার নেই।

ব্যাস আপনার কাজ শেষ

এখন থেকে আপনার স্কিটো সিমে ডেটা প্যাকে শেষ হয়ে গেলেও আপনার ফোন থেকে কোন প্রকার টাকা কিংবা ক্রেডিট কেটে নিবে না।

 

আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। নিত্য নতুন এরকম আরও আর্টিকেল পেতেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন আশা করি আপনার উপকৃত হবেন। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই টেলিগ্রামে আমাদের নক করতে পারেন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *