কাষ্টম রম কি? কাষ্টম রম কিভাবে কাজ করে? কাষ্টম রম কিভাবে সেট করে?
কাষ্টম রম কী? – Custom ROM কী?
Phone কেনার সময় তার মধ্যে যে OS থাকে সেটাকে Stock ROM বলা হয়। এখন কোনো দরকারে এটাকে পরিবর্তন করে Manually কোনো OS ব্যবহার করা হলে তাকে Custom OS বা Custom ROM বলে।
ব্রান্ড অনুযায়ী কাস্টম রম
• Xiaomi এর Stock ROM MIUI
• Samsung-এর OneUI
• Realme-এর RealmeUI (Previously ColorOS)
• OnePlus-এর OxygenOS
• Oppo-এর ColorOS
• Tecno-এর HiOS
• Infinix-এর XOS
• Vivo-এর Origin OS (Previously FuntouchOS)
• Huawei-এর EMUI
• Walton-Symphony-এর Modified AOSP …
উদাহরণস্বরূপ এখন একটার Stock ROM অন্যটায় ব্যবহার করলে সেটা Custom ROM হয়ে যায়। এগুলো ছাড়াও অনেক Company আছে যারা Custom ROM তৈরি করে (search Google)। তাদের আওতাধীন কিছু Maintainer আবার কিছু নির্দিষ্ট Phone-এর জন্য Custom ROM build করে (Officially, Unofficially both)।
কাষ্টম রম এর অসুবিধা:
- কপাল খারাপ থাকলে বিনা কারণেই Phone নষ্ট হয়ে যাবে। যদিও তা হওয়ার সম্ভাবনা 1%। হয়ই না এরকম ধরতে গেলে। লাখে বা হাজারে দুই একটা ফোন যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়।
- না জেনে কিছু করলে বিরাট সমস্যায় পড়তে হবে। জেনে বুঝে Guide অনুযায়ী করলে কিছুই হয় না।
- ঘন ঘন Flash করলে hardware damage হতে পারে।
- Custom ROM কখনো শতভাগ bugles হয় না। ছোটখাটো সমস্যা থাকে যেগুলো এড়িয়ে চলা যায়। ROM-এর উপর নির্ভর করে কোনটায় কতো সমস্যা থাকবে।
- নিজের ঝুঁকিতে এসব করা লাগে। Unfortunately এগুলো করার পর কোনো সমস্যা হলে কেউই দায়ী নয়। সবাই-ই যার যার ঝুঁকিতে Custom ROM ব্যবহার করে আসছি। কিন্তু তাই বলে কেউ থেমে নেই। Custom ROM-এর সুবিধার জন্য এসব সমস্যা সবাই-ই এড়িয়ে যায়
Custom ROM-এর সুবিধা:
- অন্যরকম অনুভূতি।
- Stock এর চাইতেও অনেক চমৎকার বহু Feature।
- ভালো Performance, (Gaming, Smoothness, SpeedUp, Battery Performance)
- মন মতো Style, Designing করে ফোন Unique ভাবে সাজানো যায়।
- Smartphone সম্পর্কে অনেক কিছু জানা যায়।
- Latest Android Version Update না পাওয়া গেলে Custom ROM এর মাধ্যমে পাওয়া যায়।
- প্রভৃতি ( সব বলে শেষ করা যাবে না। )
যারা Custom ROM use করতে চান তাদের জন্য সংক্ষিপ্ত guide দেওয়া হলো।
- Unlock Bootloader (See YouTube tutorial): প্রথম কাজ ফোনের Bootloader Unlock করা। Model অনুযায়ী YouTube, Google করলেই Unlock করার process পেয়ে যাবেন। কিন্তু Warning!! এটা করলে Phone-এর Warranty হারিয়ে ফেলবেন। আর Unlock করলে ফোন Reset হয়ে যাবে + Internal Storage-এর সব Delete হয়ে যাবে।
Flash TWRP Recovery (See also YouTube): Unlock এর পর এটা Flash করা লাগে। এটা দিয়েই Custom ROM Install করতে হয়। এক Model-এর টা আবার অন্য Model-এ কাজ করে না, File আলাদা (Device Specific)। তবে Method Same।
- Find ROM (Join Telegram channel if available): Model অনুযায়ী Custom ROM খুঁজতে হবে। Play Store-থেকে Telegram App download করে নিন তারপর Account খুলে Model অনুযায়ী Telegram Group খুঁজুন Google-এ। (যেমন, Realme 3 Pro Telegram Updates)
- Install ROM (using proper guide): ROM পেলে সঠিক Guide অনুযায়ী flash করুন। যেখান থেকে Download করবেন সচরাচর সেখানেই দেওয়া থাকে Flashing guide। YouTube-এ খুঁজলেও পেয়ে যেতে পারেন কিভাবে Model অনুযায়ী Custom ROM Install করবেন।
তো বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার নিজেরই কাস্টম রম সম্পর্কে তেমন কোন অভিজ্ঞতা নেই। আপনাদের সাথে যতটুকু শেয়ার করলাম তা বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন প্ল্যাটফর্ম ঘাটাঘাটি করে বিষয়টুকু জানতে পারলাম।
যদি আর্টিকেল গুলো ভালো লাগে অবশ্যই ওয়েবসাইটটি দৈনিক ভিজিট করবেন, এবং মন চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন।