Biology Magic – কোষ ও কোষের গঠন, অনুজীব ও কোষ বিভাজন এর নাড়িভুঁড়ি

হ্যালো ফ্রেন্ড ,আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালোই আছি। ( Biology Magic )

আজকে আমি জীব বিজ্ঞানের কিছু মাস্টারপিস ক্লাস আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা সবাই বিষয়টি উপভোগ করবেন।

আজকের আর্টিকেলে মূলত এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাজেশন ( Biology Magic )।

আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে কয়েকটি মাস্টারপিস ক্লাস দিয়ে। এই ক্লাসগুলো বন্দি পাঠশালার অফিসিয়াল পেইড ব্যাচ এবং power play প্রোগ্রাম থেকে সংগ্রহ করা হয়েছে ( Biology Magic )।

আজকে আমরা যে তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করব

  • কোষ ও কোষের গঠন
  • অনুজীব
  • কোষবিভাজন

আজকের আর্টিকেলে এই তিনটি অধ্যায়ের থেকে থাকছে মোট চারটি ক্লাস, এর সাথে থাকছে তিনটি লেকচার শীট।পাশাপাশি আপনাকে সম্পূর্ণ প্রস্তুত করার জন্য থাকছে তিনটি প্রিপারেশন এক্সাম।

যাদের জীব বিজ্ঞানের সমস্যা আছে তারা অধ্যায়গুলো শুধু মনোযোগ সহকারে দেখুন। আশা করি আজকের ক্লাস কয়টা আপনার জীবনের সেরা ক্লাস হতে যাচ্ছে ( Biology Magic )।

আজকের ক্লাস টি যে সকল অভিজ্ঞ টিচারদের দ্বারা নেওয়া হয়েছে

  • হৃদয় ভাইয়া
  • আবরার ভাইয়া
  • সাজ্জাদ ভাইয়া

যেহেতু এটি একটি অফিসিয়াল পেইড কোর্স তাই এটির কোন পাবলিক লিংক নেই। আমি সর্বপ্রথম পাবলিকলি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি । নিচে আপনাদের জন্য প্রতিটি অধ্যায়ের প্রাইভেট লিঙ্ক দেওয়া হল ,

কোষ ও কোষের গঠন

জীববিজ্ঞান প্রথম পত্রের সবচেয়ে কঠিনতম অধ্যায় হচ্ছে কোষ ও কোষের গঠন। কোষ ও কোষের গঠনের উপর মোট দুইটি ক্লাস নেওয়া হয়েছে। পাশাপাশি এটির সাথে সংযোজন করা হয়েছে দুইটি লেকচার শীট এবং একটি প্রস্তুতিমূলক পরীক্ষা। ক্লাস দুটি নিয়েছেন বন্দি পাঠশালার আইকনিক টিচার হৃদয় ভাই।

নিচে আপনাদের সুবিধার্থে দ্বিতীয় পার্টটি দেওয়া হল । (অবশ্যই লেকচার সিট গুলো Save করে নিবেন। পরীক্ষার আগের দিন রাতে শুধু লেকচার শীটগুলো দেখলেই আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে)

উপরে , ক্লাসটি যদি আপনি সম্পূর্ণরূপে শেষ করতে পারেন তাহলে আশা করি এইখান থেকে আপনি দুইটি সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। পাশাপাশি সাত থেকে আটটা mcq অর্থাৎ টিক প্রশ্ন কমন পড়বে ( Biology Magic )।

অনুজীব

Biology Magic

জীব বিজ্ঞান প্রথম পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অনুজীব। অধ্যায়টি থেকে প্রতি বছরই বোর্ড প্রশ্ন আসে। এইখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসার সম্ভাবনা থাকে, কারণ অধ্যয়টির ভিতরে প্রচুর পরিমাণে বেসিক আছে। অনুজীব অধ্যায়টির উপর আবরার ভাইয়া মোট একটি ক্লাস নিয়েছেন। ক্লাসটির ডিউরেশন ৫ ঘন্টা ৪৫ মিনিট । ক্লাস টি ভিতরে বেসিক থেকে প্রো লেভেলের আলোচনা করা হয়েছে।

ক্লাসটির ভিতরে ছিল প্রচুর পরিমাণ এনিমেটেড ভিডিও। শেষ দিকে আবরার ভাই প্রচুর পরিমাণ MCQ এবং CQ সল্ভ করেছে, যাতে বেসিকগুলো সৃজনশীল এবং টিক প্রশ্ন কাজে লাগাতে পারো।

Biology Magic

কোষ বিভাজন

কোষ বিভাজন অধ্যায়টি থেকে প্রতিবছর একটি প্রশ্ন থাকে । এই অধ্যায়টির বেসিক খুবই কম । যার ফলে অধ্যায়টি খুবই সহজ মনে হয় । কোষ বিভাজন অধ্যায়টি একটি পর্বের ভাগ করা হয়েছে । ক্লাসটি নিয়েছেন আমাদের সবার প্রিয় সাজ্জাদ ভাই। চার ঘন্টা 18 মিনিট 54 সেকেন্ডের এই ভিডিওটা দেখলে, আশা করি আপনি জীববিজ্ঞান প্রথম পত্র এর কোষ বিভাজন অধ্যায় থেকে অবশ্যই একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন ( Biology Magic )।

আজকের আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বিষয়ে কোনো প্রকার অভিযোগ কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন।

আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথেই থাকবেন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *