ওয়েবসাইট কি ? নিজের নামে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন তা শিখে নিন

ওয়েবসাইট কি?

ওয়েবসাইট হচ্ছে কিছু ওয়েব পেজ এবং কিছু তথ্য নিয়ে গঠিত একটি ভান্ডার , যাকে একটি ডোমেইন নাম দ্বারা প্রকাশ করা হয়। উদাহরনঃ AmarBn.Com

কেন একটি নিজের নামে ওয়েবসাইট থাকা দরকার?

২০২৩ সালে এসেও যদি আপনার নিজের নামে একটি ওয়েবসাইট না থাকে , তাহলে অবশ্যই আপনি টেক দুনিয়ার থেকে অনেক অনেক পিছিয়ে আছেন।

টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই টেকনোলজি কে গ্রহণ করতে হবে । এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে,

পৃথিবীতে মোট কতটি ওয়েবসাইট আছে ?

বিশ্বে ১৯২ কোটিরও বেশি ওয়েবসাইট আছে। অবশ্য এর বেশিরভাগই নিষ্ক্রিয়। সক্রিয় ওয়েবসাইট আছে ২০ কোটির মত। (৪ ফেব্রুয়ারি ২০২২ এর তথ্য মতে)

আমরা প্রতিনিয়ত গুগল থেকে যে তথ্যগুলো ব্যবহার করি সেগুলো প্রতিটি এক-একটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। হাজার হাজার ওয়েবসাইটের তথ্য থাকার ফলে অদ্ভুত এক তথ্য ভান্ডার তৈরি হয়েছে ।

আজ থেকে ৫-১০ বছর পর মানুষ আর পরিচয় জানতে চাইবে না , তখন মানুষ প্রোটফিলো ওয়েবসাইটের মাধ্যমেই অন্যের তথ্য জানতে পারব।

ওয়েবসাইট থেকে কি ইনকাম করা সম্ভব?

হ্যাঁ নিজের একটু ওয়েবসাইট থেকে অবশ্যই সেখান থেকে ইনকাম করা সম্ভব, ওয়েবসাইট থেকে ইনকাম করার অনেক পথ রয়েছে যেমন গুগল এডসেন্স, বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক , ওয়েবসাইট সেল করা ইত্যাদি ইত্যাদি।

আপনি চাইলে এটিকে নিজের ক্যারিয়ার হিসেবেও নিতে পারেন কারণ ব্লগিংয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করা যায়? এবং এটিকে কিভাবে ক্যারিয়ার হিসেবে নিবেন? এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আর্টিকেলগুলোতে আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন।

দিনে দিনে টেকনোলজি যে পরিমাণ অগ্রসর হচ্ছে তাতে আপনার একটি ওয়েবসাইট অবশ্যই থাকা দরকার , যাদের ওয়েবসাইট নেই তাদের টেনশন করার কোন কারণ নেই আজকের আর্টিকেলের পর আপনি নিজেও একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

তো আর আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল আর্টিকেলে। একটি ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারবেন সেটি নিচে দেখানো হলো।

নিজের নামে ওয়েবসাইট তৈরি করার টিউটোরিয়াল

  • প্রথমে আমরা আমাদের পছন্দের যেকোনো একটি ব্রাউজার ওপেন করব। এরপর ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব Wapkiz.Com , এবং তারপর আমরা ওয়েবসাইটটিতে ইন্টার করব

Wapkiz.com - AmarBn

এরপর , আপনার সামনে নিচের ছবির মত একটি ইন্টারফেস আসবে এবং আপনি নিচের ছবিতে মার্ক করা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন।

SingUp - AmarBn

এরপর , আপনার সামনে নিচে ছবির মত নতুন একটি ফর্ম ওপেন হবে। আপনি আপনার নিজের তথ্যগুলো দিয়ে ফরমটি ফিলাপ করে নিবেন এবং অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এরপর, চেকবক্সে টিক মার্ক দিয়ে “Create Now” তে ক্লিক করবেন

Form - Amarbn

এরপর , দেখবেন নতুন একটি ফর্ম ওপেন হবে । ফর্মের প্রথম বক্সে আপনি যেই নামে ওয়েবসাইট তৈরি করতে চান সেই নাম দিবেন। যেমন আমি ব্যবহার করেছি AmarBn24, তাহলে আমার ওয়েবসাইটের নাম হবে AmarBn24.Wapkiz.Com

Domain - Amarbn

আপনি যদি আপনার নামে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এইখানে আপনি আপনার নাম দিবেন। তারপর ডেসক্রিপশন বক্সে আপনার যেসব তথ্য দেওয়া দরকার সেই সব তথ্য দিয়ে দিবেন ।

সর্বশেষে, আপনি যেই ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং “Create Now” তে ক্লিক করবেন।

এরপর, আপার আপনি Wapkiz.com ওপেন করবেন । তারপর একটু নিচে স্ক্রল করলে নিচের ছবির মতো ইন্টারফেস দেখতে পাবেন। সেখান থেকে আপনি “Panel Mode” ক্লিক করবেন

Panel - AmarBn

তারপর, আপনার সামনে কন্ট্রোল প্যানেল ওপেন হবে এখান থেকেই মূলত আপনার ওয়েবসাইটটিকে কন্ট্রোল করতে হবে।

এরপর, আপনি পেইজের উপরের দিকেই খেয়াল করবেন নিচের ছবির মত একটি চেকবক্স আসবে। সেইখান থেকে Preset সিলেক্ট করে Go তে ক্লিক করবেন ।

Preset - AmarBn

এরপর, এখানে আপনি অনেকগুলো প্রিসেট দেখতে পারবেন। সেখান থেকে আপনি আপনার ইচ্ছামত প্রিসেট সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে ডাউনলোড ওয়েবসাইট এর জন্য প্রিসেট সিলেক্ট করতে পারেন।

আমি বোঝানোর সুবিধার্থে সিম্পল ব্লগ প্রিসেটটি সিলেক্ট করে দিলাম

Apply - AmarBN

ব্যাস , আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে । এখন আপনি এইচটিএম এর ল্যাংগুয়েজ এবং সিএসএস জানা থাকলে নিজের ইচ্ছামত এডিট করতে নিতে পারবেন।

Amarbn24 - Amarbn

তো বন্ধুরা আপনাদের কাছে আর্টিকেলটি কিরকম লেগেছে অবশ্যই আমাকে টেলিগ্রাম এ মেসেজ করে জানাবেন। এরকম আরো আর্টিকেল পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন

ওয়েবসাইট কি

আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনার যদি কোন অভিযোগ কিংবা বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন।

তো বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো, থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *