এন্ড্রয়েড ইউজারদের জন্য অস্থির Video Player
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছো।
টাইটেল ও থাম্নেল দেখে আশা করি বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব।
হ্যাঁ, আজকে আমি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য অসাধারণ একটি ভিডিও প্লেয়ার নিয়ে আলোচনা করবো। এই ভিডিও প্লেয়ারটি সকল অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুব প্রয়োজন। প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোড হয়েছে ১ কোটি।
এই অ্যাপটিতে অনেক ফিচার রয়েছে। এই ভিডিও প্লেয়ার অ্যাপটির ফিচারগুলো দেখালে আপনিও এই অ্যাপটি ডাউনলোড করার জন্য পাগল হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কি সেই অসাধারণ ভিডিও প্লেয়ার অ্যাপ টি।
আর্টিকেল শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে পুরো আর্টিকেলটি পড়বেন এবং আর্টিকেলটিতে একটি কমেন্ট করবেন।
তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেল।তো
প্রথমে আমি দেখাবো অ্যাপটিতে কি কি ফিচার আছে।
1. অসাধারণ home page
2. এই অ্যাপটিতে আপনি পাবেন ডার্ক মোড ও লাইট মোড এর সুবিধা।
3. অসাধারণ ফোল্ডার এর ইন্টারফেস।
4. যে যে ভিডিও দেখেছেন সেই সব ভিডিও এর হিস্টোরি এখানে দেখতে পাবেন।
5. আপনার পছন্দের ভিডিও প্লে লিস্টে অ্যাড করে রাখতে পারবেন, এখানে সেই সুবিধাও আছে।
6. আপনার পছন্দের ভিডিও খুজে না পেলে এখানে খুব সহজে যে কোন ভিডিও সার্চ করতে পারবেন।
7. এখানে একটি বড় সুবিধা হল ভিডিও পপআপ প্লে করতে পারবে। মানে এই অ্যাপ থেকে বের হলেও ফেসবুকে অথবা ইউটিউবে বা মোবাইলের অন্য যেকোনো জায়গায় থাকলে ভিডিও দেখতে পারবেন, সাথে ছোট বড় করে ভিডিও দেখতে পারবেন এবং ভিডিওটি ব্যাকগ্রাউন্ড এ চালাতে পারবেন। না বুঝলে স্ক্রিনশট গুলো দেখলে আশা করি বুঝতে পারবেন।
8. এখানে আপনি ভিডিওর অনেক সাউন্ড বাড়াতে পারবেন। আপনার ফোনের সর্বোচ্চ সাউন্ড এর থেকে আরো বেশি সাউন্ড বাড়াতে পারবেন।
9. তাছাড়া এখানে Equalizer আছে।
আশা করি বুঝতে পারছেন যে Equalizer কি। তারপরও যারা বুঝতে পারেননি তাদের কে বলছি অডিও তে নিজের ইচ্ছামতো Base, Beat বাড়ান, এক কথায় অডিও কে নিজের মতো কাস্টমাইজ করাই হলো Equalizer
10. তাছাড়া এই অ্যাপটিতে আপনি অনেক সেটিং পাবেন। এর ফলে এই ভিডিও প্লেয়ার টি আপনি নিজের মতো সাজাতে পারবেন।
এক কথায় এই অ্যাপের ফিচার বলে শেষ করা যাবে না, এই অ্যাপটি না ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন না এতে কি কি আছে।
এই অ্যাপটি আমি নিজেও ব্যবহার করি।
এক নজরে আবার এই ভিডিও প্লেয়ারের ফিচারগুলো দেখিয়ে দিচ্ছি।
1. অসাধারণ home page
2. ডার্ক মোড ও লাইট মোড এর সুবিধা
3. অস্থির ফোল্ডার ইন্টারফেস
4. ভিডিও watch history দেখতে পারবেন
5. প্লে লিস্টের সুবিধা
6. ভিডিও সার্চ করার সিস্টেম
7. পপাপ ভিডিও প্লে, ব্যাকগ্রাউন্ড প্লে
8. সাউন্ড বুস্টার সিস্টেম
9. ইকুয়ালাইজার এর সুবিধা
10. অনেক অনেক সেটিং
এছাড়া এই অ্যাপটিতে সকল ধরনের ফরম্যাট সাপোর্ট করবে, ফুল আল্ট্রা এইচডি তে ভিডিও দেখতে পারবেন, কোন স্লো বা হ্যাং হবে না।
তো এবার নিয়ে নিন অ্যাপটির তথ্য এবং ডাউনলোড লিংক।
অ্যাপটির নাম: video player all format
ডাউনলোড করা হয়েছে: 1 কোটি।
অ্যাপটির সাইজ: 6.5 এমবি।
অ্যাপটির রিভিউ হয়েছে: 99 হাজার।
এ অসাধারণ ভিডিও প্লেয়ার টি পাওয়ার জন্য প্লে স্টোরে সার্চ করুন Video player all format, iJoysoft
উপরের স্ক্রিনশটের Video player all format অ্যাপটি ডাউনলোড করুন অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করুন। মনে রাখবেন এটি iJoysoft এর অ্যাপ। অ্যাপটির লোগো।
পরিশেষে আমি এটাই বলতে চাই, এই video player all format অ্যাপটি খুব সুন্দর সবার কাছে এপটি পছন্দ হবে। এই Video player all format অ্যাপটিতে অনেক ফিচার আছে, ডাউনলোড না করলে বুঝতে পারা যাবে না। একবার ডাউনলোড করলে এই Video player all format অ্যাপটি আর ডিলিট করতে চাইবেন না। আমি কথা দিলাম এই অ্যাপটি আপনার উপকারে আসবে। এই অ্যাপটির আরো ফিচার জানতে চাইলে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করুন।
তো ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেলটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Amarbn এর সাথে থাকবেন। এই বলে আমার আর্টিকেল শেষ করছি, খোদা হাফেজ।