Yoast seo premium for free সংগ্রহ করার লিংক

হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও মোটামুটি ভালোই আছি। yoast seo premium for free

আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব । যারা ওয়েব ডেভলপিং কিংবা ওয়ার্ডপ্রেস ইত্যাদি বিষয় নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের আর্টিকেলটি হতে যাচ্ছে সময় সেরা আর্টিকেল ।

মন দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়বেন আশা করি অবশ্যই আপনার উপকারে আসবে ।

আজকের আর্টিকেল এর মূল আলোচনায় থাকবে ইউস্ট (yoast seo premium for free) এসিও প্লাগিন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে ব্যবহার করবেন ।

Yoast SEO প্লাগিন কি?

yoast seo premium for free

Yoast SEO প্লাগিন একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন । এটি মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ করে থাকে। এটি মূলত কিওয়ার্ড অপটিমাইজেশন এক্সএমএল সাইটম্যাপ (XML sitemap) এবং সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এর এডমিনকে নানান ভাবে সাহায্য করে থাকে।

Yoast SEO প্লাগিন ব্যবহারের উপকারিতা?

এটা ব্যবহার করা খুবই সহজ । শুধুমাত্র ইন্সটল করে কিছু তথ্য সেটাপ দিলেই খুবই সহজে এটি ব্যবহার করা যায় । যারা মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে পরিচিত না তাদের জন্য এই প্লাগিনটি তৈরি করা হয়েছে । দ্রুতই এই বিষয়টির জন্য জনপ্রিয়তা পেয়েছে

    • এটি কাস্টম শিরোনাম এবং মেটা বিবরণ সহ আপনার ওয়েবসাইটের সকল পেজ , ক্যাটাগরি , সকল প্রোফাইল খুব সহজেই সার্চ ইঞ্জিন গুলোতে অপটিমাইজ করতে পারে।
    • এটি আপনার ওয়েবসাইটের স্বয়ংক্রিয়ভাবে এক্সএমএল সাইটম্যাপ (XML Sitemap) তৈরি করবে যা আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন গুলোতে অপটিমাইজ করতে সাহায্য করবে।
    • এটি আপনার ওয়েবসাইট কি অপটিমাইজ করার পাশাপাশি আপনার ওয়েবসাইটের জন্য একাধিক কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখতে সহায়তা করবে। যা আপনার ওয়েবসাইটে অধিক ভিজিটর আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    • এটি ওয়ার্ডপ্রেস আপডেট এর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নিজে আপগ্রেড হয় । যার ফলে ব্যবহারকারীকে আবার নতুন করে ম্যানুয়ালি সেটআপ দিতে হয় না।

Yoast SEO Premium প্লাগিন এর দাম

Yoast SEO Premium প্লাগিন বিভিন্ন প্যাকেজের জন্য বিভিন্ন দাম রয়েছে নিচে আমি আপনাদের সুবিধার্থে কিছু প্যাকেজের দাম উল্লেখ করে দিলাম।

    • এক বছরের জন্য একটি ওয়েবসাইটের লাইসেন্স সহ মূল্য ৬৯ মার্কিন ডলার।
    • এক বছরের জন্য পাঁচটি ওয়েবসাইটের লাইসেন্স সহ মূল্য ৮৯ মার্কিন ডলার।
    • এক বছরের জন্য ২৫টি ওয়েবসাইটের লাইসেন্স সহ মূল্য ১৬৯ মার্কিন ডলার।
    • এক বছরের জন্য আনলিমিটেড ওয়েবসাইট লাইসেন্স সহ মূল্য ২৯৯ মার্কিন ডলার।

তাহলে আপনারা বুঝতেই পারছেন কত মূল্যবান একটি প্যাগিন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে যাচ্ছেন। yoast seo premium for free

Yoast SEO Premium প্লাগিন সম্পূর্ণ বিনামূল্যে কোথায় পাবো? (yoast seo premium for free)

 

Yoast SEO প্লাগিন ব্যবহার জন্য আপনাদের খুঁজতে হবে না। আমি আপনাদের সুবিধার্থে নিচে ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং খুব সহজেই সংরক্ষণও করতে পারবেন। yoast seo premium for free

⬇⬇—-Yoast SEO Pro-Shanto—-⬇⬇

ব্যবহারের আগে যেসব সতর্কতা অবলম্বন করা উচিত (yoast seo premium for free)

এটি একটি ক্র্যাক ফাইল । তাই আপনাদের ব্যবহারের আগে অবশ্যই নিজের বিষয়গুলো মনে রাখা উচিত। তবে আমি এই প্লাগিনটি আমার নিজের ওয়েবসাইটের জন্য ব্যবহার করি। আমার মনে হয়নি এই প্লাগিনটিতে কোন সমস্যা আছে । তার পরেও সতর্কতার জন্য আপনারা নিচের খারাপ দিকগুলো মাথায় রাখবেন।

    • ক্র্যাক থিম এবং প্লাগিন গুলোতে অনেক সময় ক্ষতিকর কোড থাকে । যা আপনার ওয়েবসাইট হ্যাক কিংবা নষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।
    • ক্র্যাক থিম কিংবা প্লাগিন ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি একটা বিষয় । এতে করে মূল ডেভলেপার অনেক ক্ষতি হয়। এটি মূলত কপিরাইট আইনের আওতায় পড়ে। তাই আপনি যে কোন সময় এটির জন্য অপরাধী হতে পারেন।
    • ক্রাক থিম এবং প্লাগিনগুলো মূল ডেভেলপার এর কাছ থেকে কোন আপডেট পায় না তাই আপনি নতুন আপডেট গুলো অবশ্যই ক্রাক থিম এবং প্লাগিনে মিস করবেন।

আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটিতে নিয়মিত ভিজিট করবেন।

আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোন আর্টিকেল নিয়ে।

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *