Custom Bangla Font যোগ করুন Wapkiz ওয়েবসাইটে!!

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও মোটামুটি ভালোই আছি , Custom Bangla Font

যারা ছোটখাটো ওয়েবসাইট ডিজাইন করেন । ওয়েবসাইটে লেখালেখি করতে ভালোবাসেন । একজন ওয়েব ডেভলপার হতে চান তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য ।

আজকে আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে একটি Wapkiz ওয়েবসাইটে Custom Bangla Font এড করতে পারবেন।

তো আর আমরা অতিরিক্ত বকবক না করে সরাসরি চলে যাবা আমাদের মূল আলোচনায় । আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন । আশা করি আপনাদের কাজটি করতে কোন সমস্যা হবে না।

Wapkiz ওয়েবসাইটে বাংলা কাস্টম ফন্ট এড করার নিয়ম (Custom Bangla Font)

তো প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি থেকে গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং সেখানে Google Font লিখে সার্চ করবেন (custom Bangla Font)


সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা প্রথম ওয়েবসাইটটি ওপেন করে নিবেন

তারপর এখান থেকে আপনারা যেই ল্যাঙ্গুয়েজ এর ফন্ট আপনার ওয়েবসাইটে লাগাতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিবেন ।  আমার ওয়েবসাইটে বাংলা ফন্ট লাগাতে চাচ্ছি তাই আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম

এরপর আপনি আপনার সামনে অনেকগুলো বাংলা ফন্ট দেখতে পাবেন আপনার পছন্দ মতো আপনি ফন্টগুলো সিলেক্ট করতে পারেন ।

আমার সাধারণত “হিন্দ শিলিগুড়ি” ফোনটি অনেক পছন্দ তাই আমি আজকে এই ফন্ট এর সাহায্যে আপনাদের দেখাবো। Custom Bangla Font

ফন্ট সিলেক্ট করার পর আপনি আপনার ব্রাউজারটি কম্পিউটার মুড করে নিবেন এবং নিচের ছবিতে দেখানো আইকনে ক্লিক করবেন।

এরপর দেখবেন আপনার সামনে তিনটি বক্সে তিনটি আলাদা আলাদা কোড আসছে। এই কোডগুলো আমাদের ওয়েবসাইটে সেটাপের সাহায্যে ওয়েবসাইটের কাস্টম ফন্ট লাগাবো।

তো তিনটি বক্সের ভিতরে আমাদের প্রথম বক্সটি কোন কাজে আসবে না । নিজের স্ক্রিনশট এ দ্বিতীয় বক্সের যেই অংশটুকু সিলেক্ট করা আছে আপনারাও ঠিক সেই অংশটুকু সিলেক্ট করে কপি করে নিবেন এবং তৃতীয় বক্সের সম্পূর্ণ লেখা টুকু কপি করে নিবেন । Custom Bangla Font

ব্যাস এখানের কাজ আপাতত শেষ

এখন আপনাদের চলে যেতে হবে আপনার Wapkiz ওয়েবসাইটের এডমিন প্যানেলে । এবং সেখান থেকে নিচের চিত্রে যেই লেখা দেখানো হয়েছে সেই লেখাটি সিলেক্ট করে ওপেন করতে হবে।

এরপরে আপনি নিচের স্ক্রিনশট এর মত Add new with editor লেখায় ক্লিক করবেন ।

তারপর আপনারা একটি বক্স দেখতে পাবেন সেই বক্সের ভিতরে আমি যেরকম ভাবে নিজে দেখিয়ে দিয়েছি ঠিক সেরকম ভাবে কোড গুলো বসান। তারপরে এডিট এ ক্লিক করুন

Wapkiz Font CSS Code
Wapkiz Font CSS Code
Wapkiz Font CSS Code
Wapkiz Font CSS Code

বুঝতে সমস্যা হলে নিচের কোড গুলো ফলো করতে পারেন

 

@import url('https://fonts.googleapis.com/css2?family=Hind+Siliguri&display=swap');

*{

 font-family: 'Hind Siliguri', sans-serif;

}

 

ব্যাস এবার কাজ শেষ এবার আপনি আপনার ওয়েবসাইট ভিজিট করুন । এবং ম্যাজিক দেখুন দেখেন আপনার ওয়েবসাইটের বাংলা ফন্টগুলো অটোমেটিক কাস্টম ফ্রন্টে পরিণত হয়েছে। পরিবর্তন বোঝার জন্য নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করতে পারেন । Custom Bangla Font

Wapkiz Font CSS Code
Wapkiz Font CSS Code

তবে বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

আরো পড়ুনঃ Yoast SEO Premium প্লাগিন বিনামূল্যে (yoast seo premium for free)

এরকমই ইন্টারেস্টিং আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট থেকে দৈনিক ভিজিট করুন । আশা করি আপনাদের অনেক উপকার হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *