ডিএলএস ২৩ গেমে Ads সমস্যা সমাধানের পূর্ণাঙ্গ নির্দেশনা
আসসালামু আলাইকুম ❤️
কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি মোটামুটি ভালই আছি, আজকে আমরা দেখবো DLS ম্যাচ শেষ হওয়ার পর বোনাস অ্যাডস না আসার সমাধান 🎊
আমাদের সকলের কাছেই এডস কিংবা বিজ্ঞাপন একটি বিরক্তিকর বিষয়। কিন্তু DLS ম্যাচ শেষে বিজ্ঞাপন না আসলে আমাদের সবারই মন খারাপ হয়। মন খারাপ হওয়ার যথেষ্ট কারণও আছে, কারণ যদি বোনাস বিজ্ঞাপন দেখি তাহলে আমাদের রিওয়ার্ডের পরিমাণ ডাবল হয়ে যায়।
এই অ্যাপ্লিকেশনের ভেতরে সকলেরই বেশি বেশি রিওয়ার্ডস দরকার। এই গেমের রিওয়ার্ড হিসেবে থাকে ডায়মন্ড এবং কয়েন। বিভিন্ন ফুটবলারদের কিনতে বিভিন্ন রকম কয়েনের দরকার হয়। স্টেডিয়াম আপডেট সহ বিভিন্ন ধরনের এজেন্ট কিনতে ডায়মন্ডের প্রয়োজন হয়।
তো অনেক সময় দেখা যায় কিছুক্ষণ গেম খেলার পর অ্যাড আসা বন্ধ হয়ে যায়, আজকে আমরা দেখবো এই এডস সম্পর্কে তো সমস্যাগুলো কিভাবে তাৎক্ষণিক সমাধান করা যায়।
ডিএলএস ২৩ : নিচের স্টেপ গুলো ফলো করুন
প্রথমে আমরা চলে যাবে অ্যাপ্লিকেশনের ভেতরে এবং সেখান থেকে এডভান্স সেটিং এ ক্লিক করব। তারপর “Personalized ADS” সেটিংটি অন করে দিব।
এরপর আপনি চলে যাবেন আপনার ডিভাইসের সেটিং অপশনে।
এবং এখান থেকে “Google” ফাংশনটি খুঁজে আপনাকে বের করতে হবে।
এরপর এইখান থেকে আপনি “All service” এ ক্লিক করবেন। সমস্যা হলে নিচের স্ক্রিনশটটি দেখতে পারেন।
এরপর এইখান থেকে নিচে দেখানো ছবির মত “Ads” অপশনে ক্লিক করবেন।
এরপর “Delete advertising ID” লেখার উপর ক্লিক করুন।
এরপর আবার নীল বাটনে ক্লিক করুন, “Delete advertising ID”
এবার আপনি শেষ পদক্ষেপটি করতে যাচ্ছেন, এরপর আপনার সামনে শুধুমাত্র একটি অপশন আসবে, সেটি হচ্ছে “Get new advertising ID” , অপশনটির উপর ক্লিক করুন।
এরপর আপনি ডিএলএস ২৩ গেমের ডাটা এবং ক্যাশ ক্লিয়ার করুন।
ব্যাস আপনার কাজ শেষ আবার গেমে ঢুকেন এবং আমি আশা করি আপনি অবশ্যই অবাক হবেন কারণ দেখবেন আবার নতুন করে ADS আসা শুরু হয়েছে।
আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগেছে। নিত্য নতুন এরকম আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে / Telegram নিয়মিত ভিজিট করুন 🙏 সবাই সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভাল থাকবেন।